এতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষণ করে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াকে। তিনি ১৯৯১ থেকে ২০০১ এর পঞ্চম থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার বিএনপির শাহজাহান মিয়া জয়লাভ করেন।
মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনেও তৎকালীন রাজশাহী-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সে হিসেবে তিনি ছিলেন পাঁচবারের সংসদ সদস্য।
আরও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২০১৮ সালের নির্বাচনে সারা দেশে রাতেই ভোট ডাকাতি হলেও এ আসনটিতে এমপি হন কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম। এবারও তাকেই বেছে নিয়েছে বিএনপি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। তিনি এর আগে পাঁচবার এ আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোটের নির্বাচনে এমপি হন তিনি।





