সারজিস বলেন, ‘আগামীতে অন্য কোনো দলের সঙ্গে অ্যালায়েন্স করলেও শাপলা কলি নিয়েই এনসিপি নির্বাচন কর।
আগামীর বাংলাদেশে কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। এছাড়া আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।’
এছাড়া দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে ইসিকে হুশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে ইসি। শাপলা না দিয়ে শাপলা কলি দেয়া হয়েছে। শাপলা কলি নিয়েই নির্বাচনে যাচ্ছ এনসিপি । ইসি যদি একই ধরণের আচরণ আগামীতে করে তাহলে ইসির প্রতি আস্থার সংকট তৈরি হবে। আমরা চাই ইসি আগের মত কোনো দলীয় কমিশনে যেন পরিণত না হয়। তাহলে তাদের পরিণতি তাদের পূর্বসূরিদের মতই হবে।’
আগামী ৩ দিনের মধ্যে বিভাগের কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এছাড়া রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে নিজের মত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে সারজিস আলম বলেন,
‘এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কিছুটা চালাকি করেছে। রাজনৈতিক দলগুলোর ওপর এ দায়িত্ব দিয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমুক্ত হয়ে সরকারকে জানাতে পারে তাহলে খুব স্বাভাবিকভাবে সরকারের জন্য রিলিফ হবে। আর না জানাতে পারলেও রিলিফ, তাহলে পরবর্তীতে সরকার যা নির্ধারণ করবে তাতে কোনো রাজনৈতিক দলের কঠোর হওয়ার সুযোগ থাকবে না। তাই অনেক অমতের মাঝেও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য দরকার।’





