বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ বক্তব্য সরাসরি শুনতে রোববার সকাল থেকেই পূর্ব লন্ডনে জড়ো হন যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা। তাদের মতে, নেতৃবৃন্দের দিকনির্দেশনামূলক বক্তব্য আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা যোগাবে।
প্রবাসী বিএনপি কর্মীরা জানান, এ অনলাইনের মাধ্যমে স্থায়ী কমিটি যদি কোনো অনুষ্ঠান করে বা লদের কোনো সিদ্ধান্ত আসে তাহলে প্রবাসীরা দেশের বাইরে বসেও তা দেখতে পারবেন। বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না, কোনো ফ্যাসিস্টের উৎপত্তি হবে না বলেও আশা রাখেন প্রবাসীরা।
আরও পড়ুন:
প্রবাসী সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে চালু হয় এই অনলাইন পেমেন্ট গেটওয়ে। সদস্য সংগ্রহের আধুনিক এই পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রবাসীরা।
যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিলো। আগে আমাদের প্রতিটি ইউনিটি কমিটি নিজে গিয়ে ফরম ফিলাপ করে হাতে হাতে তা জমা দিতে হতো। হাতে জমা দেয়া এটা একটা প্রসিডিওর সমস্যা ছিলো। এটা এখন ঘরে বসেই আপনি করতে পারছেন।
নতুন এ প্রক্রিয়াটি প্রবাসী সমর্থকদের সঙ্গে দলটির সাংগঠনিক যোগাযোগ আরও মজবুত ও সহজ হবে বলে মত এ নেতার।
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সদস্য পদের যে সিস্টেম করেছে এটা জাতিকে উপকৃত করবে। প্রবাসের মানুষরা এনজয় করবে, সবার অধিকার থাকবে।
এ পদ্ধতি দলের যেকোনো সিদ্ধান্তে এখন প্রবাসীদের মতামত দেয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন প্রবাসীরা।





