তিনশো আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩০০ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘কিছু আসনে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে সাহায্য করছে তারা মনোনয়ন পাবেন। সেখানে বিএনপি সমর্থিত কেউ মনোনয়ন নাও পেতে পারেন।’

আজ (রোববার, ২ নভেম্বর) প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জনগণের বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনি আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোয়ন প্রত্যাশা করছেন। করাটাই স্বাভাবিক। একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব ও সম্মানের।’

আরও পড়ুন:

তারেক রহমান বলেন, ‘দেশের একাধিক আসনে বিএনপির যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি আসনে প্রত্যেককে মনোনয়ন দেয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বাস্তবতার কারণে হয়ত কিছু সংখ্যক সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আমাদের প্রত্যাশা দেশ-জনগণ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে এ বাস্তবতাকে দয়া করে মেনে নেবেন। দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গণ্য করবেন।’

তিনি বলেন, ‘নতুন নতুন নিয়মে গণতন্ত্রে উত্তরণের পথকে কঠিন করা হচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিএনপির বিজয় ঠেকাতে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘নারীর নিরাপত্তায় সরকার দিন যত যাচ্ছে উদাসীন হয়ে পড়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেন। নারীর নিরাপত্তায় রাষ্ট্র কখনো উদাসীন থাকতে পারে না।’

জনগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে যথা সময়ে নির্বাচন হবে কি-না বলেও জানান তিনি। তিনি বলেন, ‘সরকারে আসলে প্রবাসী ভোট প্রদান সহজ করার উদ্যোগ নেয়া হবে।’ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের সাহসিকতাকে স্মরণ করেন তারেক রহমান।

সেজু