ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুয়ানোর দায় ব্যাটারদের। টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনভাবেই ক্ষোভ প্রকাশ করেন তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার তানজিদ হাসান তামিম বলেন, ‘এখানে উইকেটটা যেমন ছিলো তাতে ব্যাটসম্যানদেরই শেষ করতে হয়। বল আসছিলো না ব্যাটে। নতুন ব্যাটসম্যানদের জন্য এটা একটু কঠিন। আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে ম্যাচটা বের হয়ে যেতো।’
টি-টোয়েন্টি রানের খেলা। যে দলের ঝুলিতে যত সংগ্রহ সে তত আগ্রাসী। আগের চেয়ে বাংলাদেশের খেলার ধরন পাল্টেছে। তবে বড় রান তাড়া করে জেতার মানসিকতায় এখনও বেশ দুর্বল ফিল সিমন্সের শিষ্যরা।
এ যেমন চট্টগ্রামের উইকেট ব্যাটারদের স্বর্গ হলেও সাইফ, জাকের, রিশাদদের জন্য দুর্বোধ্য বটে। ফলে অতিথি উইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন:
তবে এ হারের দায় অবশ্য নিজের ঘাড়েই নিয়েছেন উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম। জানান, প্রথম উইকেট পড়ার পর সেট ব্যাটার হিসেবে তার আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।
ক্রিকেটের ছোট ফরম্যাটে বাংলাদেশের অভিষেক হয়েছে সেই ২০০৬ সালে। তবে দীর্ঘ ১৯ বছরেও বড় দলগুলোর মতো বিশাল রান তাড়া করে ম্যাচ জিততে এখনও বেশ হিমশিম খেতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। যখনই লক্ষ্য ১৫০ ছাড়িয়েছে তখনই বিপদে পড়তে হয়েছে বাংলাদেশকে। পরিসংখ্যান অনুযায়ী সবশেষ ১০ ম্যাচে একটিতে দেড়শোর কম রান করে জয়ের আনন্দে ভেসেছে লিটনের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেশ আক্ষেপে পুড়েছেন উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম
তানজিদ হাসান তামিম বলেন, ‘আমাদের যে ওয়ার্ল্ড ক্লাস বোলিং ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু অনেক কমের মধ্যে বিপক্ষ টিমকে আটকে দিচ্ছে। আমরা যদি ভুলের সংখ্যা কমাতে পারি তাহলে দেখবেন আমরা কিন্তু অনেক ক্লোজ ম্যাচ হারি। আমরা ভুল আরও কমাতে পারলে হয়তো বড় ইভেন্টগুলো বা এশিয়া কাপ চেজ করতে পারতাম।’
শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা থেকে নিজেদের বাঁচানোই এখনই একমাত্র লক্ষ্য বাংলাদেশের।





