ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খোয়ালো বাংলাদেশ

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ | ছবি: সংগৃহীত
0

ঘরের মাঠে এসে অবশেষে টি-টোয়েন্টিতে সিরিজ হারলো বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানের হারে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খোয়ালো টাইগাররা।

চট্টগ্রামে এদিন আলিক আথাঞ্জে আর শাই হোপের দুর্দান্ত এক জুটিতে বড় স্কোরের পথেই ছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেখান থেকে নাসুম, মুস্তাফিজ এবং রিশাদের বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

আরও পড়ুন:

টাইগার বোলারদের নৈপুণ্যে ক্যারিবিয়ানদের স্কোর থামে ১৪৯ রানে। মাঝারি লক্ষ্যের সামনে খেলতে নেমে তানজিদ তামিমের ফিফটিতে জয়ের কক্ষপথেই ছিল স্বাগতিকরা।

কিন্তু ডেথ ওভারের একের পর এক ডট বল চাপ বাড়িয়েছে। সেখান থেকেই একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৩৫ রানে থামে ইনিংস। ম্যাচ হার ১৪ রানে।

এসএস