ফেডারেশন কাপ: বড় জয়ে টুর্নামেন্ট শুরু আবাহনীর

ফেডারেশন কাপে জয় দিয়ে শুরু আবাহনীর
ফেডারেশন কাপে জয় দিয়ে শুরু আবাহনীর | ছবি: সংগৃহীত
0

ফেডারেশন কাপের ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে আবাহনী। অপর ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।

ফকিরেরপুলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে আবাহনী। ম্যাচের ৬ মিনিটেই গোল করে আকাশী নীলদের এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শেখ মোরসালিন। এরপর প্রথমার্ধের শেষদিকে দিয়াবাতে নিজের দ্বিতীয় গোল আদায় করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে শান্তর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় ফকিরেরপুল ইয়াংমেন্স। তবে ৬৩ মিনিটে মোরসালিন ফের গোল করলে স্কোরলাইন হয় ৪-১। যদিও ৬৯ মিনিটে ব্যবধান ৪-২ করেন রিয়াদ।

এরপর আর কোনো গোল না হলে মৌসুমের প্রথম জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আবাহনীর খেলোয়াড়রা।

এসএইচ