শেরপুরে শুরু হলো খান বাহাদুর ফুটবল স্মৃতি টুর্নামেন্ট

শেরপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শেরপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | ছবি: এখন টিভি
2

শেরপুরে শুরু হয়েছে খান বাহাদুর ফুটবল স্মৃতি টুর্নামেন্ট। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) বিকেল ৩টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক খন্দকার আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজিয়া সামাদ ডালিয়া।

উদ্বোধনী ম্যাচে শেরপুর জেলা ফুটবল দল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ফুটবল দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, নক-আউট ভিত্তিক এ টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। যেখানে শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, বগুড়া জেলা এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এসএইচ