আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়। সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইক্লিস্ট এবং ০. ৬ গ্র্যাইভটি রাইডার।
এসময় সাইক্লিস্টরা সাইকেল দিয়ে নানা রকম স্ট্যান্ড শো প্রদর্শনী করেন। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার ট্রাফিক নূরে আলম সিদ্দিকী। পরে সাইকেল র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
আরও পড়ুন:
আয়োজকেরা বলছেন, সমাজে অপরাধ কমিয়ে তরুণদের শরীর মনকে ভালো রাখার জন্যই এ আয়োজন। মানুষ যাতে সাইকেল ব্যবহার করতে আগ্রহী হয় পাশাপাশি যানযট, দূষণ ও কালো ধোঁয়া থেকে নগরকে সুরক্ষা করে এ উদ্দেশেই এ আয়োজন। পাশাপাশি সরকারিভাবে সাইকেল লেন চালু করার দাবিও তোলেন তারা।
র্যালিতে অংশগ্রহণকারীরা জানান, প্রতিনিয়ত নগরে পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ না করে বাইসাইকেল ব্যবহার করে পরিবেশ সুরক্ষা ও শারীরিকভাবে ফিট থাকার জন্য সাইকেল প্রতিনিয়ত ব্যবহার করতে হবে।





