থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নারীদের প্রথম ম্যাচ আজ

বাংলাদেশের নারী ফুটবল দলের অনুশীলন
বাংলাদেশের নারী ফুটবল দলের অনুশীলন | ছবি: এখন টিভি
1

থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার আগে দ্বিতীয় দিনের মতো নিজেদের অনুশীলন সেরেছে টিম বাংলাদেশ। থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪টায়।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ার তিন শহরে বসবে নারী এশিয়ান কাপের আসর। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ, চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এশিয়ান কাপকে সামনে রেখে র‌্যাঙ্কিংয়ে শক্তিশালী থাইল্যান্ডের সাথে প্রীতি ম্যাচ খেলবে দামাল কন্যারা।

থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ সামনে রেখে ফলের চেয়ে ইতিবাচক দিকগুলোর দিকে দৃষ্টি দেওয়ার কথাই বললেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলকিপার কোচ।

বাংলাদেশ নারী দরের গোলকিপার কোচ মো. মাসুদ আহমেদ উজ্জল বলেন, ‘বেসিক্যালি আমরা চেষ্টা করছি, আমাদের উইক পয়েন্টগুলো এবং অপনেন্টের স্ট্রং সাইডগুলো নিয়ে কাজ করার। আলহামদুলিল্লাহ, কোচ যেভাবে ইন্সট্রাকশন দিচ্ছে মেয়েরা চেষ্টা করছে করার। তারা ভালো করছে। আমরা কোচিং স্টাফ যারা আছি, আমরাও চেষ্টা করছি মেয়েদের সাহায্য করার জন্য। তাদের টেকনিক্যাল, ট্যাকটিকেল যে তথ্যগুলো দেয়া দরকার আমরা দিচ্ছি। আমরা চেষ্টার করছি তাদের কাছ থেকে সেরাটা আদায় করে নেয়ার জন্য।’

আরও পড়ুন:

রোম সাই ফুটবল গ্রাউন্ডে বৃহস্পতিবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে মেয়েরা। গত জুলাইয়ে উইমেন'স এশিয়ান কাপের বাছাইপর্ব পার করে ইতিহাস গড়ার পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ দল।

সবশেষ পাঁচ ম্যাচে অপরাজিত আফঈদা-মনিকারা।এই সময়ে ইন্দোনেশিয়া, জর্ডান, মিয়ানমারের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছে ঋতুপর্ণা-স্বপ্নারা। পাঁচ ম্যাচে তিন জয় বাকি দুইটিতে ড্র।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪তম। সেই তুলনায় বেশ এগিয়ে থাইল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে ৫৩ নম্বরে তারা। ২০১৩ সালে সবশেষ দেখায় থাইদের বিপক্ষে ৯-০ গোলে হারে বাংলাদেশ। এবার থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দামাল কন্যারা।

এসএস