মধ্যরাতে বিক্ষোভে উত্তাল বুয়েট, ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থী গ্রেপ্তার

বুয়েট বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
বুয়েট বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা | ছবি: সংগৃহীত
0

বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের নারী ও ইসলামবিদ্বেষী মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানোর অভিযোগে শ্রীশান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। গতকাল (মঙ্গলবার, ২১ অক্টোবর) দিবাগত রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ডিউটি অফিসার এসআই নাজমুল ইসলাম।

বুয়েটের ত্রিপোলি ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উইকলি সার্ভিস নাইন টু থ্রি ছদ্মনাম ব্যবহার করে, নারী বিদ্বেষ, ইসলাম ধর্মবিদ্বেষ প্রচার করে আসছিলো- এমন অভিযোগ ওঠে সহপাঠীদের কাছ থেকে। সাম্প্রতিক এক পোস্টে মুসলিম নারীদের পর্দা বিধান নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শ্রীশান্ত।

আরও পড়ুন:

পাশাপাশি অনলাইনে নারী অবমাননাকর পোস্ট দিয়ে ছড়ানো হয় উস্কানিমূলক বক্তব্য। ফেসবুক প্রোফাইল ও মোবাইল ফোনে এসব আপত্তিকর মন্তব্যের প্রমাণ পাওয়ার পর ঘটনাটি জানানো হয় প্রশাসনকে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বুয়েট শহিদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করে।

ইএ