শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির আহ্বান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ | ছবি: এখন টিভি
0

এমপিওভুক্ত শিক্ষকদের ২০ ভাগ বাড়ি ভাড়া, শতভাগ স্বাস্থ্য ভাতাসহ সব দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

আজ (সোমবার, ২০ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের আইসিটি ভবনের হলরুমে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে ‘শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ এস এম আমানুল্লাহ বলেন, ‘রাষ্ট্রের সব কাজ করার জন্য টাকা থাকলেও শিক্ষার কাজ করার জন্য টাকা থাকে না। কেন আজ শিক্ষকদের দাবি নিয়ে আন্দোলনে নামতে হচ্ছে? পাশ্ববর্তী ভারত, নেপাল, মালয়শিয়া, সিঙ্গাপুরের মতো দেশ তাদের শিক্ষাখাতে দ্বিগুন খরচ করছে বলে আজ তারা এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে।’

আরও পড়ুন:

তিনি জানান, পরীক্ষা ব্যবস্থায় সংস্কারসহ দেশের ১২ হাজার শিক্ষককে আইসিটি ট্রেনিং দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের কয়েকশো কলেজের অধ্যক্ষরা অংশ নিয়ে উন্মুক্ত আলোচানায় শিক্ষা ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

এসএইচ