বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে: এ্যানি

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি | ছবি: সংগৃহীত
0

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার আধুনিকায়নসহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ (সোমবার, ২০ অক্টোবর) দুপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করতে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে তিনি এ কথা জানান। 

এ্যানি বলেন, ‘রাষ্ট্র ও রাজনীতির সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না, শিক্ষার আধুনিকায়ন করতে হবে।’ এছাড়া ৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত পর্যাপ্ত নয় উল্লেখ করে সরকারকে বিশেষ বিবেচনার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন:

এদিকে, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে নবম দিনের আন্দোলনে কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচির পাশাপাশি চলছে অনশন কর্মসূচিও।

এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কেন্দ্রীয় শহিদ মিনার শিক্ষকদের মহাসমাবেশ কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষকরা যোগ দিয়েছেন। সব দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা।

এসএইচ