নোয়াখালীতে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ছাত্রশিবিরের বিক্ষোভ
ছাত্রশিবিরের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের নেতা কর্মীরা। আজ (সোমবার, ২০ অক্টোবর) বাদ যোহর বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব হয়ে শাহবাগে এসে শেষ হয়।

এসময় শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘শিবিরের কার্যক্রমে গ্রাম থেকে শহরে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করছে সেটিতে ঈর্ষান্বিত হয়ে এমন ন্যাক্কারজনক হামলা করছে বিএনপি ও তাদের সহযোগী দলেরা নেতাকর্মীরা।’

এসময় তিনি এ ধরনের কার্যক্রম, অপরাজনীতি বন্ধ না হলে জনগণকে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।

এছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা অন্তর্বর্তী সরকারকে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানান তিনি।

এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোয়াখালীর ঘটনায় ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিবিরের কেন্দ্রীয় নেতারা।

এসএস