ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২ কোটি টাকার মোবাইলফোন ডিসপ্লে ও কম্বল জব্দ

বিজিবি হেফাজতে জব্দকৃত পণ্য
বিজিবি হেফাজতে জব্দকৃত পণ্য | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা থেকে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ও কম্বল জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আজ (রোববার, ১৯ অক্টোবর) সকালে উপজেলার চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসব চোরাই পণ্য জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

আজ দুপুরে সরাইলের কালিকচ্ছে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিজিবির-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫ হাজার ১৯২ পিস মোবাইলফোন ডিসপ্লে এবং ১০৭ পিস উন্নতমানের কম্বল।

আরও পড়ুন:

সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। এর অংশ হিসেবে সকালে গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি পিক-আপ ভ্যানে তল্লাশি চালিয়ে চোরাই পণ্যগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদানসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএইচ