গতকাল (শনিবার, ১৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. ইমরান খন্দকার (২৯) ও মো. আকিব মিয়া (২৬)। আজ (রোববার, ১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশ।
আরও পড়ুন:
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকার ফার্মভিউ সুপার মার্কেটের বিপরীত পার্শ্বে স্কাই রেস্টুরেন্টের সামনে রাস্তায় কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা ও একটি পিকাপসহ মো. ইমরান খন্দকার ও মো. আকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার মাদককারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





