৩৭ ইউনিটের সাত ঘণ্টার চেষ্টায় শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের আগুনে নিয়ন্ত্রণ
শাহজালাল বিমানবন্দরের আগুনে নিয়ন্ত্রণ | ছবি: সংগৃহীত
0

ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিটের সাত ঘণ্টার চেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ কথা জানান।

বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে ও নির্বাপণে প্রতিকূলতা সৃষ্টি করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায় নি, আমরা শেষ পর্যন্ত থাকবো।’ এসময় অগ্নিকাণ্ডের ছবি নিতে গিয়ে ড্রোন না ওড়ানোর অনুরোধ জানান ফায়ারের ডিজি।

এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আসায় রাত ৯টা থেকে পুনরায় সব ফ্লাইট চালু হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্য ধারণের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এএইচ