শাহবাগ এলাকা থেকে ৩ অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: এখন টিভি
0

রাজধানীর শাহবাগ এলাকার তিনটি জায়গা থেকে অজ্ঞাত পরিচয় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) রাতেই মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছর।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের দেয়াল ঘেঁষে অচেতন অবস্থায় পড়ে ছিল এক ব্যক্তি। হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, অন্য দুই মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

তবুও তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, কোনো দাবিদার পাওয়া না গেলে মৃতদেহগুলো আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হবে।

এসএস