নির্বাচনের আগে গণভোটের আয়োজন হলে বিশৃঙ্খলা হতে পারে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
1

জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, গণভোট আগে হলে জাতীয় নির্বাচন বিলম্ব হতে পারে।

আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যে বিষয়ে মানুষের অভিজ্ঞতা ও আগ্রহ নেই, সেটি জোর করে চাপিয়ে দিতে চায় একটি দল।’

আরও পড়ুন:

এসময় বিচার বহির্ভূত হত্যার স্বীকার হওয়া জামায়াতের নেতাদের বিষয়ে দলটি সরব না হয়ে দলটি পিআর নিয়ে সরব বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেয়ার জন্য জামায়াত দৌড়ঝাঁপ করছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসএস