সারজিস আলম বলেন, ‘এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনে পিআর পদ্ধতি সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বর্তমানে বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে।’
তিনি বলেন, ‘এই উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয় আগামীতে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর হবে কি না। এনসিপি এ মুহূর্তে উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নয়। এরই মধ্যে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়েছে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এবং সংসদ দ্বি-কক্ষবিশিষ্ট হবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘কোনো দলীয় জোট নয়, সংসদ নির্বাচনে একক দল হিসেবে অংশ নেবে এনসিপি।’
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ন-সদস্য সচিব লুৎফর রহমান ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ জামালপুরের স্থানীয় এনসিপির নেতাকর্মীরা।





