স্ন্যাপচ্যাট ও ফেসটাইম অ্যাপ ব্যবহারে রাশিয়ার নিষেধাজ্ঞা

অ্যাপলের ফেসটাইম ও স্ন্যাপচ্যাট
অ্যাপলের ফেসটাইম ও স্ন্যাপচ্যাট | ছবি: সংগৃহীত
0

সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমের ওপর নজরদারির অংশ হিসেবে স্ন্যাপচ্যাট ও ফেসটাইম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা (ফেডারেল এজেন্সি) রসকমনাডজর। রাশিয়ার সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্সের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ।

রসকমনাডজর জানায়, নিষিদ্ধের আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে। কেননা এ দুটি প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে অপরাধীদের মধ্যে তথ্য সংগ্রহ, আদান-প্রদান এমনকি ভুয়া কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। তবে ভিপিএনে র (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মাধ্যমে অ্যাপ দুটি ব্যবহার করা যাচ্ছে কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর কমিউনিকেশন ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নজরদারি বাড়ার রাশিয়া। প্রযুক্তি বিশারদদের অভিমত এর অংশ হিসেবেই হয়ত স্ন্যাপচ্যাট ও ফেসটাইমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সে বছরের মার্চে ফেসবুক ও এক্স প্লাটফর্ম বন্ধ করে দেয়া হয়। এর কিছু দিন পরই ইনস্টাগ্রামও এ তালিকায় যুক্ত হয়।

২০২৪৫ সালে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যালের ওপরও রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপিত হয়। চলতি বছরের জুলাইয়ে হোয়াটসঅ্যাপের কার্যক্রম নিষিদ্ধের হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া। তবে নিষেধাজ্ঞার বিষয়ে ফেসটাইমের মালিক অ্যাপল ও স্ন্যাপচ্যাট থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয় নি।

এএইচ