নারী ওয়ানডে বিশ্বকাপ: ঘুরে দাঁড়াতে প্রোটিয়াদের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুজন খেলোয়াড়
মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুজন খেলোয়াড় | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ভারতের বিশাখাপত্তনমে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল (সোমবার, ১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানকে হারিয়ে আসরে শুভ সূচনা করলেও পরের দুই ম্যাচে বেহাল দশা বাংলাদেশের। বোলিংয়ে গড়পরতায় ভালো করলেও ব্যাট হাতে জ্যেতিরা যেন ছন্নছাড়া। 

ইংল্যান্ডের সঙ্গে সুবহানা মুস্তারি ও রাবেয়াদের কল্যাণে সম্মানজনক রান করলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের হার ক্ষত সৃষ্টি করেছে ভক্তদের মনে।

সেই ক্ষতে প্রলেপ দিতে এবার বিশ্বকাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে প্রোটিয়া নারীদের বিপক্ষে পরীক্ষাটা যে বড্ড কঠিন হবে, তারা তা জানান দিয়েছেন শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতকে হারিয়ে।

ম্যাচটির মাধ্যমে ঘুরে দাঁড়াতে হলে বোলারদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরও। সেক্ষেত্রে টপ অর্ডার ব্যাটারদের ভালো করার বিকল্প নেই। 

প্রথম ম্যাচে ফিফটির দেখা পেলেও পরের দুই ম্যাচে মোটাদাগে ব্যর্থ ওপেনার রাবিয়া হায়দার। তবে পারফরম্যান্স বিচারে এ ম্যাচেও একাদশে থাকবেন তিনি।

আরও পড়ুন:

প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করা শারমিন আক্তার শেষ দুই ম্যাচে প্রোমোশন পেয়ে ওপেন করলেও হয়েছেন ব্যর্থ। তাই এ ম্যাচে ওপেনিংয়ে ফিরতে পারেন বাদ পড়া ফারজানা হক।

অধিনায়ক নিগার সুলতানার ব্যাটেও দেখা নেই রানের। ঘুরে দাঁড়াতে হলে পাফরম্যান্স করে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তাকে।

দুই ম্যাচে ভালো রান পাওয়া সুবহানা মুস্তারিরও নিজের ধারবাহিকতা ধরে রেখে ভালো করতে হবে, ব্যাটিংয়ে থাকতে হবে লম্বা সময়। বোলিংয়ের পাশাপাশি রান পাওয়ায় রাবেয়া খানের দিকেও শেষ দিকে তাকিয়ে থাকবে তার দল ও ভক্তরা।

বোলিংয়ে বাংলাদেশের ভরসার নাম হতে পারেন মারুফা আক্তার। ইনসুইং কাজে লাগিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভরকে দিয়ে অল্প রানে বেঁধে রাখতে ভালো ভূমিকা রাখতে পারেন এ পেসার। সঙ্গে লেগ স্পিনার ফাহিমা খাতুন ও স্বর্ণাদেরও নিতে হবে দায়িত্ব।

বিশ্বকাপে বাংলাদেশের দুটো জয়ই পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার মেয়েদের হারিয়ে সংখ্যাটা তিনে নিতে পারবেন কিনা জ্যেতিরা তা-ই এখন দেখার অপেক্ষা।

এসএইচ