নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে ৬ জন জেলেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন:
এ সময় জেলেদের কাছ থেকে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া উদ্ধার করা প্রায় ৫ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে জেলা মৎস্য অফিসার দীপক কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল হালিম, ফার্ম ম্যানেজার ড. মনা আশীষ চৌধুরী, এবং জেলা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) চলাকালীন সময়ে নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।





