মৌলভীবাজারে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ভারতীয় অবৈধ পণ্য জব্দ
ভারতীয় অবৈধ পণ্য জব্দ | ছবি: এখন টিভি
3

বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযানে মৌলভীবাজারের কনকপুর এলাকা থেকে প্রায় এক কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করেছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে পরিচালিত এই অভিযানে অবৈধ পণ্য তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হয়।

মৌলভীবাজার সেনাবাহিনী ক্যাম্প থেকে জানানো হয়, সোমবার দুপুর দেড়টায় মৌলভীবাজার সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ যৌথ অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী, শাড়ি এবং সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত দ্রব্যসামগ্রীর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

আরও পড়ুন:

তারা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পণ্য ভারত হতে অবৈধভাবে দেশে আনা হয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনী তথা মৌলভীবাজার আর্মি ক্যাম্প কর্তৃক এলাকায় অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার ও ব্যবসা রোধ এবং সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ক্যাম্প কমান্ডার।

এসএস