আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৩৮০ বক্স ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা তিন আরোহীকে গ্রেপ্তার করে পুলিশ।
জব্দকৃত ওষুধগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।





