ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৩৮০ বক্স ক্যালসিয়াম ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

ক্যালসিয়াম ট্যাবলটের সঙ্গে গ্রেপ্তার হওয়া ৩ জন
ক্যালসিয়াম ট্যাবলটের সঙ্গে গ্রেপ্তার হওয়া ৩ জন | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৩৮০ বক্স ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের মাহামুদুল হাসান (৪০) ও মো. মোবারক (৫২), এবং ময়মনসিংহের হুমায়ূন কবীর (৪২)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৩৮০ বক্স ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা তিন আরোহীকে গ্রেপ্তার করে পুলিশ।

জব্দকৃত ওষুধগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

এএইচ