বিসিবি নির্বাচন: ফারুক আহমেদসহ পরিচালক পদে জয়ী হলেন যারা

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থীদের ভোটদান
বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থীদের ভোটদান | ছবি: বিসিবির ফেসবুক পেজ
1

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। ভোট পড়েছে ৭৩.৭১ শতাংশ। এরই মধ্যে চলে এসেছে নির্বাচনে জয়ী বিভিন্ন পরিচালকের নাম। নির্বাচনে ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। কিছুক্ষণের মধ্যে শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের পর্ব। আজ (সোমবার, ৬ অক্টোবর) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

ভোট গ্রহণ শেষে ফল গণনা শুরু হয়। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু হয়। এবারের নির্বাচনে ৭৩ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচনে ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক এবং এনএসসি কোটায় ২ জন নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটা থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

আরও পড়ুন:

এর আগে সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে উৎসবমুখর ও সুন্দর পরিবেশে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত বেশ ভালো সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। ১২টা থেকে ২টার মধ্যে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। ২টার পর থেকে আবার ভোটার উপস্থিতি বাড়ে।

সকাল সোয়া দশটার দিকে ভোট দিতে আসেন পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন। একই পদে প্রার্থিতা করা বিসিবির সদ্য সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু ভোটকেন্দ্রে প্রবেশ করেন ফাহিমদের পরপরই। বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার ও সানোয়ার হোসেন।

সাড়ে ১১টায় ভোট দেন সাবেক অধিনায়ক এবং নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার পরপরই আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল প্রকাশ করা হবে।

এএইচ