দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

বাংলাদেশের পতাকা হাতে হামজা চৌধুরীর ছবি
বাংলাদেশের পতাকা হাতে হামজা চৌধুরীর ছবি | ছবি: সংগৃহীত
0

হংকং ও চীনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। আজ (সোমবার, ৬ অক্টোবর) বেলা ১১টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ঢাকায় নেমেই দলের সঙ্গে যোগ দিতে টিম হোটেলের উদ্দেশে রওনা দেন ইংলিশ লিগে খেলা এ তারকা ফুটবলার। বিকেলে দলীয় অনুশীলনে যোগ দিতে পারেন তিনি। 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং-চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ফিরতি অ্যাওয়ে ম্যাচে দেশটির মাটিতে ১৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন:

গুরুত্বপূর্ণ ম্যাচ দু’টিকে সামনে রেখে সপ্তাহখানেক আগে থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। এবার সে দলে যোগ দিলেন তারকা ফুটবলার হামজা চৌধুরীও। 

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডে বসবাস করা এ ফুটবলার। এরই মধ্যে জাতীয় দলের হয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।

এসএইচ