নিউ ইয়র্কে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

আয়োজনে বক্তব্য দিচ্ছেন অতিথিরা
আয়োজনে বক্তব্য দিচ্ছেন অতিথিরা | ছবি: এখন টিভি
0

নিউ ইয়র্কে প্রবাসে কর্মরত ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের’ (ইউএসএ) অভিষেক অনুষ্ঠিত হয়েছে। জমকালো এ আয়োজনে সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। নিউ ইয়র্ক সিটির একটি হলরুমে স্থানীয় সময় গতকাল (রোববার, ৫ অক্টোবর) রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অতিথি ও কমিউনিটির সদস্যরা। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন ফরিদ আলম। সেইসঙ্গে সাধারণ সম্পাদক পদে এস এম সুলাইমান নির্বাচিত হন।

আরও পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ নেওয়াজ। প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

এফএস