শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
এসময় সাংবাদিকরা জানান, গতকাল (রোববার, ৫ অক্টোবর) চট্টগ্রামের সলিমপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বর্বরোচিত।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মো. পারভেজের ওপর অতর্কিত হামলা এবং ক্যামেরা ভাঙচুরের তীব্র নিন্দা প্রতিবাদ ও হামলাকারীদের দাবি করেন তারা।
আরও পড়ুন:
এছাড়া সম্প্রতি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খানের ওপর হামলা এবং বাগেরহাটের দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এছাড়া সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যা মতো ঘটনা ঘটছে। এ ন্যাকারজনক ঘটনাগুলোতে যারা জড়িত তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেও জানান সাংবাদিকরা।
এসময় বাসস শরীয়তপুর প্রতিনিধি মজিবুর রহমান, আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার, সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, চ্যানেল ২৪ টিভি প্রতিনিধি নুরুল আমীন রবিন, এখন টিভি রিপোর্টার কাজী মনিরুজ্জামান মনির, সময় নিউজের প্রতিনিধি বিএম ইশ্রাফিল, ইনডিপেনডেন্ট টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি মো. ছগির হোসেন, ডিবিসি প্রতিনিধি রাজিব হোসেন রাজন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি এসএম শাকিল, সমকাল প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ ২৪ টিভি প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস, স্টার নিউজের প্রতিনিধি মিরাজ সিকদার, কালের কণ্ঠ প্রতিনিধি শরিফুল আলম ইমন, ডেইলি স্টারের প্রতিনিধি জাহিদ হাসান রনি, দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, আমার দেশ প্রতিনিধি আল আমিনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





