সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল, চলতি বছর ৫৯ জনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছে
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছে | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৯ জনের, আহত শতাধিক। দুর্ঘটনা বাড়ার কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক আর পথচারীদের অসচেতনতাকে দুষছেন স্থানীয়রা।

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি। গত ৬ আগস্ট বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করতে সকালে ক্যাম্পাসের উদ্দেশে বের হন। ক্যাম্পাসেই জন্মদিন উদযাপন করেন সহপাঠীরা। কিন্তু জন্মদিনের আনন্দ শেষে আর বাড়ি ফেরা হয়নি তার। বাড়ি আসার পথেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় আফসানার।

নিহত আফসানার মামা বলেন, ‘তাদের পুরো পরিবার এখন মানসিকভাবে বিপর্যস্ত। স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তারা।’

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আঁকাবাঁকা সড়ক, অপ্রশিক্ষিত, অপ্রাপ্ত বয়স্ক চালক, বেপরোয়া গতি, বিপজ্জনক স্পিডব্রেকার, পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেইসঙ্গে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার। জেলায় গত ৯ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ ৫৯ জন।

আরও পড়ুন:

স্থানীয়রা বলছেন, আঞ্চলিক মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও রাস্তা ছোট হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে সিএনজি-অটোরিকশা বন্ধ করার পাশাপাশি সড়কটি ফোর লেনে রূপান্তরিত করার দাবি তাদের।

স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া চালক আর ফিটনেসবিহীন গাড়ির কারণে এ সড়কে মানুষ প্রচুর দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রশাসনের লোকজন অভিযান পরিচালনা করে। তবে পরে আবার অভিযান থেমে য়ায়। যার ফলে সমস্যার স্থায়ী সমাধান হয় না।

পুলিশ জানায়, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি-চালকদের লাইসেন্সের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন বলেন, ‘সড়কটি আরও প্রসারিত করার প্রয়োজন আছে। এর পাশাপাশি যানবাহনগুলোর ফিটনেস ও লাইসেন্স সমানভাবে দেখা হচ্ছে। অন্যান্য সংগঠনও এ বিষয়ে কাজ করবে।’

এফএস