‘যারা পিআর বোঝে না জনগণ মনে করে তারা দেশ চালাতে পারে না’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ | ছবি : সংগৃহীত
0

যারা পিআর বুঝতে পারেনা জনগণ মনে করে তারা দেশও চালাতে পারবেনা বলে মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অপ-তৎপরতার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এক বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে এ কথা বলেন তিনি।

আগামী নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষভাবে সম্পন্ন না হয় সে জন্য আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪এর অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতা ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে বিদায় জানিয়েছে দেশে আবারও অরাজকর পরিস্থিতি তৈরি করলে সেই ছাত্র জনতা নিষিদ্ধ আওয়ামীলীগকে আবারও প্রতিহত করবে।

আরও পড়ুন:

এ সময় সরকারকে পিআর ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ আগামী নির্বাচন আয়োজনের আহবান জানান তিনি। এ সময় সরকারকে প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার সাথে জড়িতদের অতি দ্রুত বিচার করার আহবান জানান জামায়াতের নেতৃবৃন্দ।

ইএ