ইউক্রেন জয়ী হতে পারে, পুনরুদ্ধার করতে পারে হারানো ভূখণ্ড: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: এবিসি নিউজ
0

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারে, এমনকি পুনরুদ্ধার করতে পারে হারানো ভূখণ্ড- জাতিসংঘ সম্মেলনের ১ম দিন ট্রুথ সোশ্যালের পোস্টে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন জাতিসংঘের মঞ্চ থেকে। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, চলমান সংঘাত বন্ধে গেম চেঞ্জার হতে পারেন ট্রাম্প। আর, ইউরোপীয় কমিশন প্রধান মন্তব্য করেছেন, ট্রাম্পের মতো তিনিও চান, চলতি বছরের মধ্যে মস্কো থেকে তেল আমদানি করা বন্ধ করুক ইউরোপ।

জাতিসংঘ সম্মেলনের প্রথম দিনে মূল অধিবেশন কিংবা সাইড লাইন- আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেন-রাশিয়া সংঘাত প্রসঙ্গ। ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ইউরোপীয় কমিশনের প্রধান ও প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা, সম্মেলনের ভাষণ- প্রতিটি ধাপেই ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ও অবস্থান নিয়ে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুরুতে জাতিসংঘের অধিবেশনে দেয়া ভাষণে রাশিয়ার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, জ্বালানি তেলের বাজারে মস্কোর আধিপত্যের বড় কারণ ইউরোপ। ওয়াশিংটনের মিত্ররা যদি যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মাত্রা বাড়ায়, তাহলে চলমান সংঘাত বন্ধে এটাই হতে পারে সবচেয়ে বড় পদক্ষেপ।

এ সময়, মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশন প্রধান বলেছেন, তিনিও চান, চলতি বছরের মধ্যে ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করুক।

আরও পড়ুন:

ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর আবারও সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রের আকাশসীমায় রুশ বিমান প্রবেশ নিয়ে সোচ্চার ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে, ট্রাম্প বলেছিলেন, ন্যাটোর উচিৎ তাৎক্ষণিকভাবে রুশ বিমান ধ্বংস করে দেয়া। কিন্তু ন্যাটো যদি সত্যিই এমন পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প।

তবে, ইউক্রেন ইস্যুতে সবচেয়ে বিস্ফোরক মন্তব্য এসেছে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট থেকে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তিনি মনে করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারে। এমনকি পুনরুদ্ধার করতে পারে হারানো ভূখণ্ডও। ট্রাম্পের এ পোস্টে উচ্ছ্বসিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলছেন, চলমান সংঘাত বন্ধের আলোচনায় ট্রাম্পই আসল গেম চেঞ্জার।

জাতিসংঘ সম্মেলনের মঞ্চ থেকে কিয়েভ-ওয়াশিংটন সম্পর্কের বন্দনা করে, একই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জেলেনস্কি সাফ জানিয়েছেন, চীন যদি রাশিয়াকে চাপ দেয়, তাহলে খুব তাড়াতাড়ি চলমান সংঘাতের নিষ্পত্তি হবে। তিনি মনে করেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের ওপর রাশিয়া সবচেয়ে বেশি নির্ভরশীল।

ইএ