গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হলে নাম এনসিপিই থাকবে: নাসীরুদ্দীন

বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: এখন টিভি
3

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হলে দলের নাম হবে ‘এনসিপিই’ এবং প্রতীক হিসেবে শাপলাই থাকবে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এনসিপির প্রতিনিধি দল নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি জানতে ইসিতে বৈঠক করে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনসিপি চায় শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা। এই তিন প্রতীকের বাইরে যাওয়া যাবে না। শাপলা দিতেই হবে, প্রয়োজনে আইন বিধি সংশোধন করতে হবে।’

তিনি দাবি করেন, এনসিপির অন্তত ১৫০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে সাবেক সেনা কর্মকর্তারাও প্রার্থী হবেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তা নিয়েও সংশয় আছে। বিএনপি ৫০-১০০ আসনের বেশি আসন পাবে না বলেছিলাম, এখন অবস্থা আরও তলানিতে।’

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

এর আগে, জহিরুল ইসলাম মুসা জানান, সোমবার বিকেলে তারা ইসিতে আসবেন। প্রতিনিধি দলে থাকবেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

তিনি আরও বলেন, ‘৮ সেপ্টেম্বর আমরা নিবন্ধনের অগ্রগতি জানতে গিয়েছিলাম। তখন সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, তবে সিইসি দেশের বাইরে ছিলেন। এর ধারাবাহিকতায় আজকের বৈঠকে নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে পারব।’

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। আগামী এক সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন পাওয়া পর যোগ্য দলগুলোর বিষয়ে আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেয়ার প্রক্রিয়া চলছে।

প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা ২২ দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কমিটিসহ প্রাসঙ্গিক দলিলপত্র দেখতে সরেজমিন তদন্ত শেষ হয়েছে।

নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি দল নিবন্ধন পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে বলে আভাস মিলেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গেল সপ্তাহে বেশ কিছু দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির বাছাই কমিটি সাক্ষাৎ করেছে।

এনসিপি নেতারা বলছেন, তারা নিবন্ধন পাওয়ার বিষয়ে বরাবরই আশাবাদী। তবে দলীয় প্রতীক শাপলা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে ইসির তরফ থেকে জানানো হয়েছে।

এনসিপি শাপলার পাশাপাশি সাদা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদনে করেছে দ্বিতীয়বার। কিন্তু প্রতীকের তালিকায় এ ধরনের নির্বাচনি প্রতীক রাখেনি ইসি। আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতীক তালিকা এখন ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে।

এনএইচ