পাবনায় ডিপ্লোমা শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিক্ষোভ

পাবনায় ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ
পাবনায় ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রেক্ষিতে জাতীয় বৃহত্তর স্বার্থে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মিছিলটি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হয়ে শহরের বাইপাস হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। এসময় ঢাকা পাবনা মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

আরও পড়ুন:

এসময় বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ‘বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে অন্তর্ভুক্ত হলে তাদের চাকরির জায়গা সংকুচিত হয়ে যাবে। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ।

তাদের আর বসে থাকার সুযোগ নেই জানিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, ৭ দফা বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।

এফএস