বিশ্বে প্রথম চীনের ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশনে অক্সিজেন ও জ্বালানি উৎপাদন

মহাকাশ স্টেশন
মহাকাশ স্টেশন | ছবি: সংগৃহীত
0

মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করে চীন তার নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। প্রথমবারের মতো মহাকাশের শূন্য পরিবেশে অক্সিজেন এবং রকেট জ্বালানি তৈরি করে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে দেশটি।

এ সাফল্য মহাকাশ যাত্রায় স্বনির্ভরতা এবং দীর্ঘমেয়াদি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীনের মহাকাশ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এ গবেষণার মাধ্যমে পানি থেকে ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপাদন করা হয়। উৎপাদিত অক্সিজেন মহাকাশচারীদের জীবনধারণের জন্য অপরিহার্য। এছাড়াও হাইড্রোজেন গ্যাস রকেট জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ প্রযুক্তি সফলভাবে কার্যকর হলে, ভবিষ্যতের মহাকাশ মিশনগুলো বিশেষ করে চাঁদে এবং মঙ্গল গ্রহে দীর্ঘমেয়াদি অভিযানের জন্য প্রযুক্তিটি অত্যন্ত সহায়ক হবে।

এখন পর্যন্ত মহাকাশ স্টেশনগুলোতে প্রয়োজনীয় সকল রসদ পৃথিবী থেকে বহন করে নিয়ে যেতে হয়। যা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। মহাকাশেই অক্সিজেন ও জ্বালানি উৎপাদন করতে পারলে মিশনের খরচ বহুলাংশে কমে আসবে এবং মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। চীনের এ অর্জন মহাকাশ গবেষণায় তাদের ক্রমবর্ধমান অগ্রগতিরই প্রমাণ। এর মাধ্যমে মহাকাশ পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করল চীন।

এফএস