চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ | ছবি: এখন টিভি
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়। আজ (রোববার, ৩১ আগস্ট) পর্যন্ত মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ তথ্য জানিয়েছে।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। মহিলা ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার রয়েছেন বারোশো ৩০ জন।

এর আগে, গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ হয়; দাবি-আপত্তি সংশোধন শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে ১৮ বছর বয়সী আরও ভোটার যুক্ত হবে।

আরও পড়ুন:

নির্বাচন কমিশন সচিব বলেছেন, এবার তালিকা তিনটি হবে। এ বছরের শুরুতে নতুন ভোটার নিয়ে ২ মার্চ ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি। এরপর বাড়ি বাড়ি তথ্য নেওয়া বাদ পড়াদের হালনাগাদ করে ৩১ আগস্ট যুক্ত করা হয়েছে।

এরপর ভোটার তালিকা আইন সংশোধন হওয়ায় জাতীয় নির্বাচনের আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটারযোগ্য বা ১৮ বছর বয়সী হবেন তাদেরও তালিকাভুক্ত করা হবে। এরপর চূড়ান্ত ভোটার সংখ্যা হবে ভোটের আগে।

এএইচ