‘জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: সংগৃহীত
0

সরকারের মধ্যে বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যাচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।’ আজ (শুক্রবার, ৯ মে) প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এছাড়াও গণঅভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিলো সেটি যেকোনো মূল্যে ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এসময় ডা. জাহিদ কোনোভাবে পতিত স্বৈরাচারের উস্কানি, প্রলোভন কিংবা পার্শ্ববর্তী কোন দেশের চাপে পড়ে কোন আপোষ না করার আহ্বান জানান।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ পালানোর সময় নেতাকর্মীদের কথা ভাবেনি, এখন কচ্ছপের মতো মাথা বের করতে চাইলে সেটা তাদের ভুল।’

এসএইচ