ভারত থেকে ১১৮ জনের অনুপ্রবেশ, সীমান্তে কঠোর নজরদারি

মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতীয়দের অনুপ্রবেশ | ছবি: এখন টিভি
0

ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ১১৮ জন লোক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। এর মধ্যে ৭৩ জন বিজিবি হেফাজতে রয়েছেন। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্ত জেলাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারিও।

ভারত পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলার মধ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ ‘পুশইন’ শুরু করে। সীমান্তের ওপার থেকে জোর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের পাঠায়। এর মধ্যে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে গতকাল (বুধবার, ৭ মে) ভোর থেকে বিএসএফ বেশকিছু বাংলাদেশিসহ অনেককেই ‘পুশইন’ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমলগঞ্জের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিজিবি ক্যাম্প দিয়ে যারা প্রবেশ করেছে তাদের হাত-বাঁধা ও গা কর্দমাক্ত ছিল। এসময় অনেকেই বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন দিকে ছুটে যাবার চেষ্টা করে। অনেককে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘ভারত থেকে না কোথায় থেকে যেন মানুষ আসছে। রাতে ধরে নিয়েছে। রাতে ধরে সকালে থানায় নিয়েছে না কোথায় নিয়েছে কেউ জানে না। আবার দেখলাম ঘুরে নিয়ে আসছে।’

এ ছাড়াও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ৩০ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৩০ জন, বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে ২৬ জন ও লাতু সীমান্ত দিয়ে ৩২ জন প্রবেশ করেছে। এর মধ্যে থেকে ৪৫ জনকে আটক করতে পারেনি বিজিবি। এ ছাড়াও জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের খবর পাওয়া গেছে।

ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, ভারত ৩৫ থেকে ৪০ হাজার লোককে তাদের বাড়িঘর ভেঙে বিতাড়িত করেছে।

কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিব নারায়ন শীল বলেন, ‘বিভিন্ন এলাকা থেকেও তারা আসছে। এরপর বিজিবিকে বললাম যে, মারধর করবেন না, যেভাবে সুন্দরভাবে তাদের বাড়িঘরে পৌঁছানো যায় সে ব্যবস্থা করেন।’

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, অনুপ্রবেশকারী ঠেকাতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নজরদারি বাড়িয়েছে পুলিশও।

কমলগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘চেকপোস্ট কার্যক্রম করছি। আমরা লোকজনদের জিজ্ঞাসাবাদ করছি, কোথায় থেকে তারা আসছেন। তাদের পরিচয় জানার জন্য চেষ্টা করছি। এ বিষয়ে আমরা চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছি।

এ ছাড়া বুধবার ভোররাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে আটক করে পুলিশ ও বিজিবি। ভারত থেকে তাদের বাংলাদেশে ‘পুশইন’ করে। একই সময়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির কয়েকটি সীমান্ত দিয়ে ৭৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

এসএস