গতকাল (বুধবার, ৩০ এপ্রিল) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে রাত থেকে কাউন্সিল কক্ষে জড়ো হন শিক্ষার্থীরা।
পরে রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শুরু হয় সংবাদ সম্মেলন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 'আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।'
একই সময়ে অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচনও। উপাচার্যের পরে বক্তব্য রাখে নির্বাচন কমিশন।
এর আগে, সবশেষ ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়েছিল নবম জাকসু নির্বাচন। এরপর থেকে প্রায় ৩৩ বছর নিষ্ক্রিয় ছিল শিক্ষার্থী সংসদ।





