বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে অভিষেক ম্যাচে দেশিয় খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার করে তানজিম সাকিবকে টপকে গেছেন রিশাদ।
পিএসএলে অভিষেকেই উইকেট পেয়েছেন কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশোর। পরে আউট করেছেন মোহাম্মদ আমির এবং আবরার আহমেদকেও। ৩ উইকেট শিকারের সুবাদে তিনটি ভিন্ন রেকর্ডে নাম উঠিয়েছেন এই স্পিনার।
পিএসএলে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগারের দুইয়ে রিশাদ হোসেন। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে দুই উইকেটের বোলিং ফিগারকে। শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদ।
৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগারে দুইয়ে চলে এসেছেন রিশাদ।
সেরা লাহোরের বিপক্ষে ইসলামাবাদের পেসার জেসন হোল্ডারের ৪ উইকেট।