প্রথমে ফিল্ডিং করতে নেমে আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে রান আউট করেন নাহিদা আক্তার। এরপর দলীয় ৫৬ রানে আগের ম্যাচে ৫ উইকেট পাওয়া জান্নাতুল ফেরদাউসের শিকার হয়ে ২৪ রান করে ফেরেন গ্যাবি লিউইস। তবে লরা ডিলানির হাফ সেঞ্চুরিতে ২৩৫ রান তোলে আইরিশরা।
রান তাড়া করতে নেমে দুই রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে রিতু-ফাহিমারা। শারমিন আক্তার ও অধিনায়ক জ্যোতির ৫২ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠলেও ডিলানি বলে শারমিনের বিদায়ে খেই হারায় বাংলাদেশ।
অর্ধশতক করে বিদায় নেন ক্যাপ্টেন জ্যোতিও। তবে নবম উইকেটে দারুণ ব্যাটিং করে রিতু।