মার্চ ফর গাজা: প্রতিবাদে জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান

মার্চ ফর গাজা: প্রতিবাদে জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান | এখন টিভি
0

প্রতিবাদী মানুষের ঢলে লোকারণ্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। আশপাশের সব এলাকায় মানুষের মিছিল যেন গণজোয়ারে রূপ নিয়েছে। একের পর এক মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন মানুষ। হাতে প্ল্যাকার্ড-ব্যানার আর মুখে মুখে প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা।

ইসরাইলি আগ্রাসনে প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আজ আজ (শনিবার, ১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েতের মূলপর্ব শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে মার্চ ফর গাজায় অংশ নিতে সকাল ১০টা পর থেকে জিরো পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ করছেন তারা।

‘তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন’ শ্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ, জিরো পয়েন্ট, নয়াপল্টন, আজিমপুর, গুলিস্তান থেকে শুরু করে আশপাশের পুরো এলাকা। কারো গায়ে ইংরেজিতে লেখা ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট, কারো হাতে ফিলিস্তিনের পতাকা। কেউ মাথায় বেঁধেছেন রুমাল, এতে আরবি ক্যালিগ্রাফিতে লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।

আরো পড়ুন:

‘মার্চ ফর গাজা’ শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তি।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা দিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী। বেলা ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

মিজানুর রহমান আজহারী লেখেন, ‘মজলুম গা#জাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।’

আয়োজকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড, শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকা ও প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই গণজমায়েত কর্মসূচি কেন্দ্র করে শাহবাগ, সচিবালয় এলাকা, প্রেসক্লাব, কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান নিয়েছে।

আসু