ভারতের ওয়াক্ফ আইন পুনর্বিবেচনার আহ্বান বিএনপির

ইজামুল এহসান
সংসদ নির্বাচনের আগে গণভোট নির্বাচন চায় না বিএনপি | এখন
0

আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া মুসলিম ওয়াক্ফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ (রোববার, ৬ এপ্রিল) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

এ সময় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে তার প্রভাব পাশের দেশেও পড়তে পারে।’

ভারতীয় সংসদে মুসলিম ওয়াক্ফ আইন পাশ করে সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ন করা হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, ‘ওয়াক্ফ সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না।’

আরো পড়ুন:

তাই ভারতের বিশ কোটি মুসলমানের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই এই শীর্ষ নেতা।

ইএ