বায়ার্ন ও ডর্টমুন্ডে ১৭ বছর কাটানোর পর গেল মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেন হামেলস।
গুঞ্জন ছিল ক্লাবটি নতুন মৌসুম শেষে চুক্তি নবায়ন করবে না এই ডিফেন্ডারের সাথে। তবে জার্মান তারকা নিজেই নিলেন সরে যাওয়ার সিদ্ধান্ত, চলতি মৌসুমের পর পেশাদার ফুটবলে নামবেন না ৩৬ বছর বয়সী এই তারকা।
বায়ার্ন একাডেমিতে ক্যারিয়ার শুরু করা হামেলসের সিনিয়র দলে অভিষেক হয় ২০০৭ সালে। এর এক বছর পরেই যোগ দেন ডর্টমুন্ডে।
টানা ১৭ বছর খেলেছেন ক্লাবটিতে। ক্লাব ক্যারিয়ারে ৬ বার জিতেছেন জার্মান বুন্দেসলিগা শিরোপা। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৪ বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও দুইবার খেলেছেন হামেলস।