চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০ | এখন টিভি
0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দশজন হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। আজ (বুধবার, ২ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন মারা যান। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে ছঢজন নারী, তিনজন পুরুষ ও একজন কন্যাশিশু রয়েছে। নিহতদের বেশিরভাগ একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

এসএস