স্থানীয়রা জানান, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন মারা যান। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে ছঢজন নারী, তিনজন পুরুষ ও একজন কন্যাশিশু রয়েছে। নিহতদের বেশিরভাগ একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।