কক্সবাজার শত্রুমুক্ত দিবস আজ

স্মৃতিস্তম্ভ
স্মৃতিস্তম্ভ | ছবি: সংগৃহীত
0

১৯৭১ সালের এই দিনে শহরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি শহিদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়।

সেদিন ১৯৭১ সালের (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চারটি গাড়িযোগে কক্সবাজার শহরে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। ক্যাপ্টেন আবদুস ছোবহানসহ বীর মুক্তিযোদ্ধারা। পরে জাতীয় পতাকা উত্তোলন ও শোডাউনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কক্সবাজারকে মুক্ত ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন—ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবহান, অধিনায়ক কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা একে এম মোজ্জাম্মেল হকসহ আরও অনেকে।

আরও পড়ুন:

মুক্তিযুদ্ধ চলাকালে কক্সবাজার–বান্দরবান অঞ্চলের অধিনায়ক ক্যাপ্টেন আবদুস ছোবহান তার পরিচালিত বাহিনী নিয়ে পালং উচ্চ বিদ্যালয় ক্যাম্প থেকে কক্সবাজার শহর দখলের উদ্দেশ্যে রওনা হন। পরে হাশেমিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছে চারটি দলে বিভক্ত হয়ে পুরো কক্সবাজার শহর ঘেরাও করে মুক্তিযোদ্ধারা।

পাবলিক লাইব্রেরি মাঠে স্বাধীনতার খবর ছড়িয়ে পড়তেই জনতার ঢল নামে। স্বজনহারাদের কান্নায় আবেগাপ্লুত হয়ে ওঠে গোটা মাঠ। ইতিহাসের এই দিনটি স্মরণ করিয়ে দেয় জাতির আত্মত্যাগ, বীরত্ব আর স্বাধীনতার মর্মবাণী।

সেজু