এসময় ব্যবসায়ী মোহাম্মদ বেলায়েতের দায়ের করা রিট পিটিশন খারিজ করে দেয় আদালত। ব্যবসায়ী বেলায়েত বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা চ্যালেঞ্জ করেছিলেন, যেখানে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।
ফলে ২০২৫–২৭ মেয়াদের চেম্বার নির্বাচন আয়োজন এবং সংশ্লিষ্ট দুই শ্রেণির প্রার্থিতা নিয়ে আর কোনো আইনি বাধা নেই ।
আরও পড়ুন:
গত ৩০ অক্টোবর আপিল বিভাগ দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে, হাইকোর্টকে রিট নিষ্পত্তির নির্দেশ দেয়। সে নির্দেশনা মেনে ১ নভেম্বরের ভোট স্থগিত করে চেম্বার।
উল্লেখ্য, চেম্বারে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। এরপর থেকে ব্যবসায়ী গোষ্ঠীগুলোর সমঝোতায় নেতৃত্ব নির্বাচন হয়েছে, যা নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়ছিল।





