দূর দেশে যেভাবে কাটছে প্রবাসীদের ঈদ

প্রবাস
0

ফজরের নামাজ আদায় করেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন মুসল্লিরা। তবে বিদেশের মাটিতে ঈদ উদযাপনে প্রবাসী বাংলাদেশিদের ভাবনায় কেবলই দেশে ফেলে আসা প্রিয়জন।

আজ (রোববার, ৩০ মার্চ) ফজরের আজান দেয়ার আগ থেকেই ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে। ফজরের নামাজ আদায়ে মক্কার মসজিদুল হারামসহ প্রতিটি মসজিদে জড়ো হন মুসল্লিরা।

ভোরের আলো ফুটতেই সৌদি আরবে শুরু হয় ঈদুল ফিতরের নামাজ। স্থানীয় সময় পৌনে ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে বেশিরভাগ জায়গায় হয় ঈদের জামাত। দেশে থাকা প্রিয়জনদের ছাড়া প্রবাসে সাদামাটাভাবেই ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।

আরো পড়ুন: সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত

ঈদের নামাজ আদায়ে সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে ঢল নামতে থাকে মুসল্লিদের।

দুবাইয়ে ৬৮০টি স্থানে সকাল সাড়ে ৬টার মধ্যে সম্পন্ন হয় ঈদুল ফিতরের জামাত। নামাজ আদায় শেষে উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেন মুসল্লিরা।

প্রবাসীদের  একজন বলেন, ‘আমাদের সাথে যারা আছে তাদের সাথে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। যদিও আমাদের সাথে পরিবারের সদস্যরা থাকে না।’

আরো পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ জামাত অনুষ্ঠিত

আরেকজন বলেন, ‘বন্ধুবান্ধব মিলে প্রবাসে ঈদ করি। পরিবার ছাড়া একটু কষ্ট হয়।’

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে ভোর পৌনে ৬টার দিকে সবগুলো ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামায়াতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

ঈদের নামাজ শেষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, ‘কাতারে এবারো আমরা ঈদের জামাত করেছি। আমরা যদি এখানকার সরকারের অনুমতি পায় তাহলে প্রতিবছরই এভাবে ঈদের জামাত করবো।’

ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেও রোববার ঈদ উদযাপিত হচ্ছে। তবে ওমান, মিশর, জর্ডান, ইরান, ইরাক, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে ঈদ উদযাপিত হবে সোমবার।

আরো পড়ুন: শোলাকিয়ায় বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ঈদ উদযাপিত হচেছ যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশেও। এদিন ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে তুরস্ক ও সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, ব্রুনেইসহ এশিয়ার দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপনের দিন ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উদযাপনের দিন ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল।

ইএ