'হামজার কারণে শক্তিশালী হবে বাংলাদেশের মিডফিল্ড'

ফুটবল
এখন মাঠে
0

হামজা চৌধুরীর হাত ধরে সাফল্য এলে আবারও ফুটবলে মেতে উঠবে দেশের মানুষ। এমনটাই মনে করেন ক্রিকেটার আবু হায়দার রনি। তার বিশ্বাস, হামজার কারণে শক্তিশালী হবে বাংলাদেশের মিডফিল্ড। এরই মধ্যে ফুটবল দলের জার্সি অর্ডার দিয়েছেন বলেও জানিয়েছেন এই পেসার।

বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। তবে গত কয়েকদিনে হামজা চৌধুরীর আগমনে ফুটবল পাড়ার উৎসব বিস্তৃত হয়েছে সারাদেশে। সেই তালিকায় আছেন ক্রিকেটাররাও।

হামজাকে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম-রিশাদ হোসেনরা। ইংলিশ লিগে খেলা ফুটবলারকে নিয়ে বড় রচনায় মাশরাফি লিখেছেন, তার ছোটবেলার প্রেম ফুটবল। তাদের সঙ্গে এবার সুর মেলালেন আবু হায়দার রনিও।

বাংলাদেশে দলের ক্রিকেটার আবু হায়দার রনি বলেন, ‘ফুটবল বাংলাদেশের ভালোবাসার জায়গা। এখন আমার কাছে মনে হয় ফুটবলের একটা পরিবেশ হয়েছে। এই পরিবেশে আমরা সামনে এগিয়ে যেতে পারি। বাংলাদেশে মানুষ অনেক ফুটবলপ্রেমী আর হামজা আসাতে টিমের পরিবর্তন হবে।’

ফুটবল উন্মাদনায় এরই মধ্যে জাতীয় ফুটবল দলের জার্সি অর্ডার করেছেন রনি। ডিপিএলে রেকর্ড বোলিং ফিগারের অধিকারী এই পেসারের বিশ্বাস, হামজা আসায় মাঝ মাঠটা অনেক শক্তিশালী হবে বাংলাদেশের।

আবু হায়দার রনি বলেন, ‘ইউটিউবে অনেক ক্লিপ দেখেছি তার। অনেক ভালো ডিফেন্স করে। মিড ফিল্ড থেকে অ্যাটাকে উঠতে পারে। আশা করি তিনি খুব ভালো খেলবে।’

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ক্রমাগত অবনমনে প্রতিনিয়ত জনপ্রিয়তা খুইয়েছে বাংলাদেশ ফুটবল। তবে কাজী তারেক-জামাল ভূঁইয়াদের পর হামজার মতো ফুটবলার জাতীয় দলে যোগ দেয়ায় ফুটবলে নতুন করে এসেছে জাগরণের ডাক; জাগো বাহে, কণ্ঠে সবাই!

ইএ