আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) দুপুরে সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে এসব সহায়তা প্রদান করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি। এসময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ ও ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।
পরে সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্য বলেন, 'সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় ৪২ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।'
এর আগে গেল ২৪ ফেব্রুয়ারি সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক রিসোর্ট কটেজের পাশাপাশি স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।